প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
বর্তমানে আমরা এমন এক ক্রান্তিকালীন সময় পার করছি, যার মোকাবেলা করার জন্য একদল মানুষের প্রয়োজন, যারা জাতির বর্তমান অবস্থা পর্যালোচনা করে আগামীর সভ্যতা বিনির্মাণের পরিকল্পনা জাতির সামনে তুলে ধরবে৷ এই তুলে ধরার প্রধান বাহন হলো সাহিত্য। একটি জাতিকে তার বর্তমান অবস্থা থেকে ফিরিয়ে নতুন একটি অবস্থায় নেয়ার প্রধান বাহনও এই সাহিত্য ৷ সাহিত্য চিন্তা-চেতনা, সভ্যতা ও সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে। সাহিত্য এমন এক শক্তি, যা দিয়ে সময় এবং কালের গতিধারাকে পরিবর্তন করে দেওয়া যায়। আমরা যখন পুরো পৃথিবীকে শাসন করেছি, তখন এর মূলে ছিলো আমাদের জ্ঞান, আমাদের সাহিত্য। ইতিহাস সাক্ষী, আমাদের অলসতার কারণে বিরোধীরা যখন আমাদের উপর আক্রমণ করে, তখন তাদের প্রধান টার্গেট ছিলো আমাদের সাহিত্য ভাণ্ডার৷ বর্তমান পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা ২৪ কোটি ২০ লক্ষ! এ বিশাল জনগোষ্ঠীকে ইসলামী সভ্যতার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে মৌলিক সাহিত্যের প্রয়োজন, তা আমাদের নেই, যা আছে তাও বিক্ষিপ্ত৷ পাথরের উপর মাটির হালকা স্তর দিয়ে বীজ বপন করে তা থেকে গাছ এবং ফলের আশা করা যেমন বাতুলতা, তেমনি প্রচলিত সাহিত্য দিয়ে আগামীর সভ্যতা বিনির্মাণের রূপরেখা প্রণয়ন করাও কেবলই মরীচিকা৷ স্রেফ বালু দিয়ে ঘর তৈরির চেষ্টা আর বর্তমান প্রচলিত সাহিত্য (সেটিকে যে নামেই নামকরণ করা হোক) দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা দাঁড় করানোর চেষ্টার মধ্যে কোনো তফাৎ নেই৷ প্রয়োজন সময়ের আলোকে চিন্তার নবায়ন এবং সাহিত্যে তার প্রতিফলন। সে লক্ষ্যেই আমাদের যাত্রা। সে লক্ষ্যেই আমাদের পদচারণা
(Showing 1 to 27 of 27 items)
demo content